রাশিরত্ন পাথর কার জন্য উপকারীঃ
লেখাটির শিরোনামেই হয়তো আপনার কপালে কিছুটা ভাঁজ পরে গেছে। ভাবছেন এ আবার কেমন কথা! রাশিরত্ন পাথর নাকি শুধু মাত্রই সাহসী মানুষের উপকারে আসে! হ্যাঁ, আমি ঠিক এ কথাটিই বলেছি এবং এমন কথা আমি বিশ্বাসও করি।
আমাদের সমাজে রত্ন পাথর ব্যবহার নিয়ে যে কত রকমের মুখরোচক, বানোয়াট, মিথ্যা ও ভুলে ভরা বানী রয়েছে তার হিসেব নেই। কেও এক কথায় মনে করেন রত্ন পাথর ব্যবহার করা মানেই বোকামি। কেও মনে করেন ভণ্ডামি। কেহবা আবার রত্ন পাথর ব্যবহারের মাধ্যমে জীবনের সব বদলে ফেলতে চায়। কেও আবার কোন কিছু বিশ্বাস না করে নিজের পছন্দ অনুযায়ী রত্ন পাথর ব্যবহার করে থাকে। শতশত বছর বললে ভুল হবে, হাজার হাজার বছর ধরে মানুষ রাশিরত্ন পাথর ব্যবহার করে আসছে। খোদ ইসলাম ধর্মেও রত্ন পাথরের কথা এসেছে। তাই এত এত সব দিক থেকে রাশিরত্ন পাথরের কথা বলতে গেলে হয়তো শেষ পর্যন্ত কিছুই বলা হবেনা। সরল করে বলতে গেলে এই হাজার বছরের পথ চলায় রাশিরত্ন পাথর যদি কোন ভাবেই আল্লাহ্র ইচ্ছায় মানুষের উপকারে না আসতো তাহলে কি এমন একটি বিষয় হাজার বছরের পথ পারি দিতে পারতো? না, মোটেই নয়। কারন একটি মিথ্যা বিষয় অন্তত হাজার বছর টিকে থাকতে পারেনা। তাই রাশিরত্ন পাথর ব্যবহার করলে সব বদলে যায় এমন কথা যেমন ভুল, আবার রাশিরত্ন পাথর আল্লাহ্র ইচ্ছায় মানুষের কোন উপকার করে না তেমন কথাও ভুল।
তাহলে প্রশ্ন হচ্ছে কে রাশিরত্ন পাথর ব্যবহারে উপকার পায় আর কে পায় না। আরও একটু বিস্তারিত জানার আগে বলে নেই যে, দুই ধরনের মানুষ রাশিরত্ন পাথর ব্যবহার করে থাকে। প্রথম ধরনের মানুষ, তারা কোন প্রকারের পাথর কিনে ব্যবহার করার সময় এক রকম ভুলে যাবার চেষ্টা করে যে তিনি রাশিরত্ন পাথর ব্যবহার করছেন। তিনি যখন পাথর ব্যবহার করা শুরু করেন তখন একটা বিষয় খুব ভালো করে মানার চেষ্টা করেন। তা হল আল্লাহ্র কাছে পাথরের উছিলায় ভালো কিছু সাহায্য চেয়ে মনের মধ্যে ভালো কিছুর আশা নিয়ে আগের মতই কাজ করতে থাকা। এক পর্যায়ে মনের ভেতরে ভালো কিছুর আশা তাকে সকল ক্ষেত্রেই আগের থেকে ভালো ভাবে কাজ করার মানুষিক শক্তি যোগায়।
দ্বিতীয় ধরনের মানুষ, তারা একটি পাথর কেনার আগেই দুশ্চিন্তায় পরে যান রত্ন পাথরটি আসলেই তাকে উপকার দেবে কিনা, নাকি কোন প্রকারের ক্ষতি হবে। উপকার পাওয়া অথবা ক্ষতির কথা চিন্তা করে তারা স্বাভাবিক কাজ ছেড়ে দেন। এমন সব দুশ্চিন্তার মাঝে যখন শেষ পর্যন্ত তারা পাথর ক্রয় করে ফেলেন, তখন তারা মনে করার চেষ্টা করেন যেহেতু তিনি রত্ন পাথর ব্যবহার করছেন তাহলে এই রত্ন পাথরই তাকে বিপদ থেকে উদ্ধার করবে, তার আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে। এভাবে অনবরত চিন্তার ফলে দেখা যায় একসময় তারা স্বাভাবিক কাজে মনোযোগী হতে পারেন না। ফলশ্রুতিতে আগের থেকেও অবস্থা খারাপ হতে থাকে তার।
এ দুই ধরনের মানুষের মধ্যে থেকে প্রথম ধরনের মানুষের জন্য হচ্ছে রাশিরত্ন পাথর। তাদের জন্য রত্নপাথর কোন অতিরিক্ত চাপ না হয়ে এগিয়ে যাবার শক্তি হয়ে দাড়ায়। দ্বিতীয় ধরনের মানুষ যত রাশিরত্ন পাথরই ব্যবহার করুক না কেন তারা উপকার পান না।
তাই আপনি যখন কোন রাশিরত্ন পাথর ব্যবহার করার চিন্তা করবেন বা ব্যবহার করবেন তখন আংটি হাতে দেবার পর ভুলে যাবার চেষ্টা করুন যে আপনি পাথর ব্যবহার করছেন। আপনার দায়িত্ব ছিল রাশিরত্ন পাথর ব্যবহার করা, আপনি সেটা করেছেন। এখন আপনার দায়িত্ব হচ্ছে নিজের কাজে মনোযোগী হওয়া। যদি মাথার মধ্যে বারবার কি হবে কি হবে এমন চিন্তা ভর করে তাহলে ভালোর বদলে খারাপ হবার সম্ভাবনা বেশী। কারন কি হবে কি হবে করে আপনি আগের থেকেও খারাপ ভাবে কাজ করছেন। এর ফল কি আপনি ভালো আশা করতে পারেন? মনে রাখা ভালো সাহসী মানুষটিও একবার মারা যায়, আর সব থেকে ভিতু মানুষটিও জীবনে বারবার মরেও কিন্তু প্রকৃত ভাবে একবারই মারা যায়। জীবনের সব ভালো কিন্তু সাহসী মানুষটির জন্যই অপেক্ষা করে। রাশিরত্ন পাথর ব্যবহার করুন। আল্লাহ্র কাছে সাহায্য কামনা করুন। নিজের উপর ভরসা রেখে বিশ্বাস করুন ভালোই হবে।
রাশি রত্ন পাথর সম্পর্কিত যে কোন প্রকার তথ্য জানতে ভিজিট করুনঃ Details of Astrology (জ্যোতিষ শাস্ত্র বিবিধ)
ফেসবুকে আমাদের সাথে যোগাযোগের জন্য ভিজিট করুনঃ Facebook Page
Google Plus এ যোগাযোগের জন্য ভিজিট করুনঃ Google Plus
You Tube এ আমাদের সকল প্রকার রাশিরত্ন পাথরের ভিডিও দেখতে ভিজিট করুনঃ Rashi Ratno You Tube