মেষ রাশি (Aries) March 21- April 20 (চৈত্র ৮ থেকে বৈশাখ ৭)
যে সফলতার জন্য আপনি অনেক দিন ধরে উদগ্রীব হয়ে আছেন এ সপ্তাহের যে কোন দিন আপনার কাছে এসে তা হাজির হয়ে যেতে পারে। তবে নিজের যোগ্যতার উপর আস্থা আপনার জন্য সব থেকে বেশী জরুরী। আজ থেকে ঝেড়ে ফেলুন সকল প্রকার নেতিবাচক চিন্তা। সম্ভব হলে সময় বের করে ফুলের সাথে কাটান। সফলতা আপনার জন্য অপেক্ষা করছে।
অধিপতি গ্রহঃ মঙ্গল
শুভ রাশি রত্ন পাথরঃ Red Coral Stone
বৃষ রাশি (Taurus) April 21- May 20 (বৈশাখ ৮ থেকে জ্যৈষ্ঠ ৬)
আমি বরাবরের মতই আপনাকে নিজের উপর নিজের যোগ্যতার উপর চোখ বন্ধ করে আস্থা রাখার কথা বলে থাকি। এমন ভাবে কাজ করুন যাতে আপনার কাজের জগতে আপনার যোগ্যতার ছাড় পরে। তবে সপ্তাহ শেষে কিছু অপছন্দের কাজও আপনাকে করতে হতে পারে, তাই নিজেকে সঠিক ভাবে প্রস্তুত রাখা আপনার জন্যই কল্যাণকর। অনেক দিন ধরে ঝুলে থাকা সম্পর্কের সমস্যা গুলোর সমাধানের পথের দেখা পাবেন এ সময়ে। নিজের মুখে লাগাম দিন। অতিরিক্ত কথা বলা মাঝে মাঝেই যে আপনাকে সমস্যায় ফেলে দিচ্ছে সেটা নিশ্চয়ই বুঝতে সমস্যা হয় না।
অধিপতি গ্রহঃ শুক্র
শুভ রাশি রত্ন পাথরঃ Diamond Stone , Zircon Stone , Firoza Stone , Panna Stone
মিথুন রাশি (Gemini) May 21- Jun 20 (জ্যৈষ্ঠ ৭ থেকে আষাঢ় ৬)
হুট করে যে কোন বিশেষ খবর আপনাকে চমকে দিতেই পারে এমনটা আমারা আশা করতে পারি এ সপ্তাহে। বিমর্ষ হয়ে বসে না থেকে কাজে মন দিন। মনে রাখবেন দিন শেষে জমে থাকা কাজ কিন্তু আপনাকেই শেষ করতে হবে। এ সময়ে নতুন কর্মক্ষেত্র এবং আপনজনের সান্নিধ্য আপনাকে বেশ শান্তি দেবে। মনের মানুষ খোঁজার কাজে সময় দিন। চাঁদ যে আপনার দিকে তাকিয়ে হাঁসি দিচ্ছে।
অধিপতি গ্রহ বুধ
শুভ রাশি রত্ন পাথরঃ Yellow Sapphire Stone , Panna Stone
কর্কট রাশি (Cancer) Jun 21- July 20 (আষাঢ় ৭ থেকে শ্রাবণ ৫)
বেকারদের জন্য এ সপ্তাহটি অনেক শুভ বলেই মনে হচ্ছে। তাই আপনাকে সর্বঅবস্থায় সতর্ক থাকা উচিৎ। মনে রাখবেন চুল থেকে চুল পরিমাণ ভুল বা অসতর্কতা আপনার অনেক আর্থিক ক্ষতির মুখে ফেলে দিতে পারে। মাথা ঠাণ্ডা করে বসুন। একটু না হয় ধিরেই কাজ করলেন এখন।
অধিপতি গ্রহঃ চন্দ্র
উপকারী রত্নঃ Red Coral Stone , Pearl Stone
সিংহ রাশি ( Leo) July 21- August 20 (শ্রাবন ৬ থেকে ভাদ্র ৫)
বাহ সিংহ, কি তেজ আপনার মধ্যে। এ তেজকে সঠিক ভাবে কাজে লাগানোর মানেই কিন্তু সফলতা। তাই বসুন। আঙ্গুলের কর গুণে গুণে হিসেব করুন এ তেজ আপনি কতটা কাজে লাগাতে পারছেন। মনে রাখবেন নিজে নিজেকে যতটা বেশী উপলব্ধি করতে পারবেন সেটার উপর নির্ভর করবে আপনি কতটা সফল হবেন। আর মানুষের জীবনে উঁচু নিচু পথ থাকবেই। যা আপনি চাইলেও বাদ দিতে পারবেনা। তাই সিংহ খুঁজে বের করুন নিজেকে।
অধিপতি গ্রহঃ রবি
শুভ রাশি রত্নঃ Ruby Stone
কন্যা রাশি (Virgo) Aug 21- Sept 20 (ভাদ্র ৬ থেকে আশ্বিন ৫)
জীবনের প্রতিটা সময় চেষ্টা করুন সফল এবং ব্যর্থ এ দুই ধরনের মানুষের সাথেই আড্ডা দিতে। যিনি সফল হয়েছেন তার কাছে পাবেন সফলতার গল্প। আর যিনি ব্যর্থ হয়েছেন তার কাছে পাবেন আপনার সফল হবার পথে সম্ভাব্য ব্যর্থতার গল্প। এ দুইয়ে মিলিয়ে যে পথ আপনি তৈরি করবেন সেটা হবে এগিয়ে যাবার পথ। তো কন্যা আর দেরি কেন? এগিয়ে যান সামনের দিকে।
অধিপতি গ্রহঃ বুধ
উপকারী রত্ন পাথরঃ Panna Stone
তুলা রাশি (Libra) Sept 21- Oct 20 (আশ্বিন ৬ থেকে কার্তিক ৫)
ঋতুর প্রখরতার সাথে সাথে এ সপ্তাহে আপনার জীবনের উত্তাপ বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে। তবে সকল ক্ষেত্রেই পরিস্থিতি কেমন হবে সেটা নির্ভর করবে আপনি দিনের শুরুতে এবং দিনের শেষে কিভাবে কাজ করতে পারছেন। যে কাজ গুলো জমে থাকবে সেটা যে আপনাকেই দিন শেষে করার প্রেসার নিতে হবে। তাই পরিকল্পনা অনুযায়ী সময় মত কাজ করার দায়িত্ব আপনার। দেখবেন পরিবেশ উত্তপ্ত না হয়ে সেটা ঠাণ্ডা শিতল থাকবে আপনার জন্য। সফলতা সে তো সঠিক সময়ে সঠিক কাজ করার ফসল।
অধিপতি গ্রহঃ বুধ ও শুক্র
উপকারী রত্নঃ Panna Stone , Diamond Stone , Zircon Stone
বৃশ্চিক রাশি (Scorpio) Oct 21- Nov 20 (কার্তিক ৬ থেকে অগ্রহায়ন ৬)
বৃশ্চিক, এতদিন ধরে যারা নতুন কিছুতে হাত দেবেন করেও হাত দিচ্ছিলেন না। এখন কিন্তু সেই সময় আপনার জন্য কাজে ঝাপিয়ে পরার। বিশেষ করে ব্যবসায়ে যারা পরিকল্পনা করছেন তারা এগিয়ে যেতে পারেন। কিন্তু যারা জুয়া, বাজী অথবা শেয়ার মার্কেটের সাথে জড়িত তাদের জন্য সময়টা একটু কঠিন বলেই মনে হচ্ছে। ধিরে চলুন এমন সব ক্ষেত্রে। আর যারা অনেক দিন ধরেই আপনজন থেকে দূরে আছেন, সময় করে ঘুরে আসুন। আপনজনের সান্নিধ্য আপনার আমার মনের শক্তি বাড়িয়ে দেয়। সপ্তাহটি তাহলে আপনার কথাই বলবে।
অধিপতি গ্রহঃ মঙ্গল
উপকারী রত্ন পাথরঃ Red Coral Stone
ধনু রাশি (Sagittarius) Nov 21- Dec 20 (অগ্রহায়ণ ৭ থেকে পৌষ ৬)
বারবার নিজেকে বঞ্চিত করছেন একটু ঠাণ্ডা হাওয়ার থেকে। আগে নিজে বাচুন। চোখ বন্ধ করে মুখে ঠাণ্ডা হাওয়া লাগান। এত ব্যস্ততা ব্যস্ততা করে জীবনের অনেক সুন্দর সময় গুলো আপনার থেকে দূরে সরে যাচ্ছে। নিজেকে বাচিয়ে রাখুন। যারা এখনো বিয়ে করবেন করে ভাবছেন, তাদের জন্য উপযুক্ত সময় ঠিক এখনি। এ সময়ে বন্ধু অথবা অংশীদারদের সাথে কাজে বেশ উপকৃত হবে। একের বোঝা সকলে মিলে ভাগ করে পথ চলার আনন্দই আলাদা। সপ্তাহ জুড়ে নিজের যোগ্যতম সঙ্গিকে খুঁজে বের করুন।
অধিপতি গ্রহঃ বৃহস্পতি
শুভ রত্ন পাথরঃ Yellow Sapphire Stone
মকর রাশি (Capricorn) Dec 21-Jan 20 (পৌষ ৭ থেকে মাঘ ৭)
বাহ সময় যেন আপনার হাতের খরচের কথাই বলছে। বুঝে হাত খুলুন। নাহলে সপ্তাহ শেষে সব মিলিয়ে পকেট খালি হয়ে যাবার জোগাড়। তবে এ সকল কিছুর মাঝে আপনি পাবেন মনে শান্তি। নিজের জন্য কিছু করা অথবা আপন জনের জন্য কিছু করার মধ্যে আনন্দ কিন্তু আছে। আর ক জনেই বা পারে অন্যর জন্য কিছু করতে। এমন সৌভাগ্য খুব কম মানুষেরই হয়ে থাকে। তাই নিজেকে বাঁচিয়ে রেখে তারপরে অন্যর জন্য করার চেষ্টা করুন। ভেতর বাহির সব জায়গায় তাহলে শিতল ঠাণ্ডা সুখের দেখা মিলে যাবে।
অধিপতি গ্রহঃ শনি
শুভ রত্ন পাথরঃ Blue Sapphire Stone
কুম্ভ রাশি (Aquarius) Jan 21- Feb 20 (মাঘ ৮ থেকে ফাল্গুন ৮)
উদারতা একজন মানুষের সব থেকে বড় গুণ বলেই মনে হয় আমার কাছে। আপনিও কি এমনটাই ভাবেন? যদি সহমত হন তাহলে না হয় নিজেকে উদার করার চেষ্টা করুন। একা নিজের জন্য বাঁচাকে তো বাচা বলেনা। সকলকে নিয়ে বাচুন। দেখবেন জীবনের অর্থই বদলে যাবে। এ সপ্তাহটি নাহয় নিজেকে উদার করার পরীক্ষায় ঠেলে দিন। সফল হলে কিন্তু আপনারই লাভ। মনের শান্তি যে খুঁজে পাবেন আবার। সপ্তাহটি হোক উদারতম সপ্তাহ।
অধিপতি গ্রহঃ শনি
উপকারী রত্নঃ Blue Sapphire Stone , Gomed Stone
মীন রাশি (Pisces) Feb 21- March 20 (ফাল্গুন ৯ থেকে চৈত্র ৭)
বাহ সপ্তাহের শুরুতেই আপনার মন খুব উড়ুউড়ু। মনে প্রেম উথলে উঠছে। এর অনেক ইতিবাচক দিক রয়েছে আপনার জন্য যা চাইলে কাজে লাগাতে পারেন। চেষ্টা করুন অন্যর মনের গভীরে প্রবেশ করতে। ব্যক্তিগত জীবনে তথা ক্যারিয়ারে এর সুফল পাবেন। প্রেম বলুন আর মনের আনন্দ বলুন এ সপ্তাহে সহকর্মীদের ভালো সাপোর্ট পাবেন আপনি। তবে প্রতিযোগটায় নিজেকে আলগা করে ফেলবেন না যেন। কারন প্রতিপক্ষ কিন্তু সর্বদাই সতর্ক। এগিয়ে যান।
অধিপতি গ্রহঃ বৃহস্পতি
উপকারী রত্ন পাথরঃ Yellow Sapphire Stone
১২ রাশির বিস্তারিত বর্ণনা, রাশিফল, জ্যোতিষ শাস্ত্র, রত্ন পাথরের উপকারিতা সহ যে কোন প্রকারের তথ্য এর জন্য আমাদের ওয়েব সাইটের এই পেজ গুলোতে ভিজিট করতে পারেন। Details of Astrology (জ্যোতিষ শাস্ত্র বিবিধ)