
আল–কোরআনের ৫৫ নং সূরা “আর–রাহমান” এর ২১ ও ২২ নং আয়াতে আল্লাহতালা প্রবাল পাথরের কথা উল্লেখ করেছেন—“যার মাঝ থেকে এসেছে মুক্তা ও প্রবাল” “সুতরাং তোমরা আমার (আল্লাহ্র) কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?”
যাদের মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল), কর্কট রাশি (২১ জুন থেকে ২০ জুলাই) ও বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর থেকে ২২ নভেম্বর) তাদের জন্য প্রথম উপকারী পাথর হচ্ছে রক্ত প্রবাল পাথর।
- যাদের বিয়েতে সমস্যা বা নানান বাঁধার সম্মুখীন হতে হচ্ছে তাদের জন্য রক্ত প্রবাল পাথর ব্যবহার উপকারী হতে পারে।
- সম্পদ লাভ বা সম্পদ বৃদ্ধিতে মঙ্গল গ্রহের প্রভাব থেকে থাকে বলে রক্ত প্রবাল পাথর এ সংক্রান্ত কাজে উপকারী।
- রত্ন পাথর রক্ত প্রবাল পাথর রক্তকে পরিশুদ্ধ করে। ফলে হৃদপিণ্ড ভালো থাকে।
- যাদের আর্থিক কাজে বাধা থাকে, আর্থিক লেনদেনে সমস্যা হয়, আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্যর জন্য এ পাথর উপকারী।
- যে সকল মানুষ ঋণের জালে আটকা পরেছে, বা যারা ঋণের বোঝা বহন করছে তাদের মঙ্গলের ভালো প্রভাবের জন্য রত্ন পাথর রক্ত প্রবাল পাথর ব্যবহার গুরুত্ব পূর্ণ।
- রক্ত প্রবাল পাথর পরিবারের সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। সন্তানের মঙ্গল অথবা সন্তান জন্মদানের ক্ষমতা বৃদ্ধির জন্য রক্ত প্রবাল পাথর ব্যবহার করা উপকারী।