Skip to content

What is Srilanka Garnet (Gomed) Stone (সিলনি গোমেদ কি?)

Srilankan Siloni Garnet (Gomed) Stone শ্রিলাঙ্কান সিলনি গোমেদ পাথর সম্পর্কে বলার পূর্বে আপনাদের কে গোমেদ পাথর সম্পর্কে কিছু তথ্য না দিলেই নয়। আপনি হয়তো শ্রীলঙ্কান গোমেদ খুঁজছেন। কেন? গোমেদ পাথর তো ইন্ডিয়া, আফ্রিকাতেও পাওয়া যায়। এখন পর্যন্ত সারা পৃথিবীতে যে সকল দেশে গোমেদ পাথর পাওয়া যায় তাদের মধ্যে সব থেকে ভাল গোমেদ হচ্ছে এই শ্রীলঙ্কান গোমেদ পাথর। আপনি যদি ইন্ডিয়ান গয়া গোমেদ অথবা আফ্রিকান গোমেদ অথবা শ্রিলাঙ্কান গোমেদ পাথর না চিনে থাকেন তাহলে যে কে আপনাকে শ্রিলাঙ্কান বলে ইন্ডিয়ান অথবা শ্রিলাঙ্কান বলে আফ্রিকান গোমেদ দিয়ে দিতে পারে। ফলে কম মূল্যর পাথর আপনি বেশী মূল্য দিয়ে কিনে ফেলতে পারেন।

আমরা রাশিরত্ন পরিবার বরাবরের মত চেষ্টা করি আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেবার। এখানে এই ভিডিওর মাধ্যমে আপনারা শ্রিলাঙ্কান সিলনি গোমেদ দেখতে কেমন তার সম্পর্কে বিস্তারিত ধারনা পাবেন। তবে মনে রাখা ভাল যে শ্রিলাঙ্কান গোমেদ পাথরকে বিভিন্ন জন বিভিন্ন নামে চিনে থাকে। যেমন সিলনি গোমেদ পাথর, সিংহলি গোমেদ, তাম্রী, সিলন গোমেদ, গোমেধ পাথর, সিঙ্ঘলি গোমেদ ইত্যাদি।

সিলনি গোমেদ পাথরের ভিডিও দেখতে নিচের লিংকটিতে ভিজিট করুণঃ

Srilankan Siloni Garnet (Gomed) Stone সিলনি গোমেদ পাথরের ভিডিও।